ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে বুড়ো মালিঙ্গাতেই ভরসা শ্রীলঙ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/08/2019


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে বেশ ঘটা করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। অবশ্য এখনও টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কত্বও করবেন ইয়োর্কার কিং।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। চূড়ান্ত এই স্কোয়াডের অনুমোদন দিয়েছেন শ্রীলঙ্কার টেলিকমিউনিকেশন, ফরেইন এ্যামপ্লয়মেন্ট অ্যান্ড স্পোর্টস মন্ত্রী হারিন ফার্নান্দো।

এই সপ্তাহের শুরুতে নিজেদের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা দেয় সফরকারী কিউইরাও। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহ-অধিনায়ক) অভিষেক ফার্নান্দো, কুশল পেরেরা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাদুসানাকা।

নিউজিল্যান্ডের ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টেল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কাগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, সেথ রেঞ্চ, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেইলর।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭