ইনসাইড বাংলাদেশ

রওশন এরশাদ বাদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/08/2019


Thumbnail

এরশাদপত্নী বেগম রওশন এরশাদকে বাদ দিয়ে রংপুর-৩ শূন্য আসনে প্রার্থী মনোনয়ন দিতে জাতীয় পার্টি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য আট সদস্যবিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁকে সদস্য সচিব করে এই বোর্ড গঠন করা হয়েছে।

পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন- কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

আগামীকাল রোববার (২৫ আগস্ট) তারিখে বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে রংপুর-৩ আসনের জন্য ফরম বিতরণ করা হবে।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭