ওয়ার্ল্ড ইনসাইড

যে বিরল রোগে মৃত্যু অরুণ জেটলির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2019


Thumbnail

দীর্ঘদিন অসুস্থতার পর গতকাল শনিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুরুতে বলা হচ্ছিলো, কিডনির জটিলতাই জেটলির মৃত্যুর প্রধান কারণ। কিন্তু পরবর্তীতে জানা যায়, শুধু কিডনির সমস্যা নয়, বিরল এক ধরনের ক্যানসারেও ভুগছিলেন অরুণ জেটলি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ওই ক্যানসারের নাম- সফট টিস্যু সারকোমা। ২০১৯ সালের জানুয়ারিতে এই বিরল ক্যানসারের চিকিৎ‌সা করাতেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, বিরলতম গোষ্ঠীর এই ক্যানসার আক্রমণ করে শরীরের বিভিন্ন টিস্যুকে। পেশি হতে পারে, রক্তনালি হতে পারে, নার্ভ-টেন্ডন এমনকি শরীরের ফ্যাট বা চর্বিও এর শিকার হতে পারে। শরীরের বিভিন্ন গাঁটেও আক্রমণ করতে পারে এই বিরল ক্যানসার। ফলে, শরীরের বিভিন্ন অংশে এই ক্যানসার হতে পারে। এই সারকোমার আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সেই মতো সারকোমা কাজ করে।

চিকিৎসকরা বলছেন, সফট টিস্যুতে সারকোমা হলেও সফট টিস্যুতে বেড়ে ওঠা সব টিউমারই কিন্তু ক্যানসার নয়। এই সারকোমা শণাক্ত করাও খুব কঠিন বলে তারা মনে করেন। বেশির ভাগ ক্ষেত্রেই অন্য গ্রোথ বলে চিকিৎসকরা ভুল করেন।

সফট টিস্যু সারকোমার লক্ষণ

টিউমার স্নায়ু বা পেশিতে হলে, যন্ত্রণা অনুভূত হয়।

পাকস্থলীর আশপাশে কোথাও সারকোমা হলে, পেটে ব্যথা অনুভূত হয়। পেট ভার লাগে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

ফুসফুসের আশেপাশে এই ক্যানসার হলে বুকে কফ জমে, শ্বাসকষ্ট হয়।

শরীরের কোথাও অস্বাভাবিক গ্রোথ দেখলে, সেটি যন্ত্রণাহীন হলেও ফেলে না রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। 

কী কারণে এই বিরল গোত্রের ক্যানসার হয় সে বিষয়ে বিশেষজ্ঞদেরও স্পষ্ট ধারণা নেই। তারা বলছেন, বয়স, জেনেটিক কন্ডিশন, অতীতে করা রেডিয়োথেরাপি বা কোনও রাসায়নিক থেকে সফট টিস্যু সারকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭