ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ সফরের আগে যা বললেন অধিনায়ক রশিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2019


Thumbnail

৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ। বাংলাদেশ এখনো দল ঘোষণা না করলেও আফগানরা যেন একটু এগিয়ে। স্কোয়াড ঘোষনার পাশাপাশি আবুধাবিতে ঘাম ঝরানো অনীশীলনও চলছে জোরেশোরে। আর চলবেই না বা কেন? ক্রিকেটের লম্বা এই ফরম্যাটে যে একবারে নতুন আফগানরা।

বিশ্বকাপের ব্যর্থতার পর দলে এসেছে বিশাল পরিবর্তন। তারকা স্পিনার রশিদ খানকে অধিনায়ক করার পরে এটাই হতে যাচ্ছে তাঁর প্রথম মিশন। আর নতুন অধিনায়ককে নিয়ে ভাল ফলাফলের আশায় সাধ্যের সবটুকু করছে আফগানিস্তান।

আবুধাবিতে করা এই ক্যাম্প আফগানদের বাংলাদেশ সফরে বেশ কাজে আসবে বলেই মানছেন অধিনায়ক রাশিদ খান, ‘এর আগে আমরা ভারতের দেহরাদুনে ট্রেনিং ক্যাম্প করতাম। বাংলাদেশের আবহাওয়া অনেক গরম, তাই আমরা এমন গরম আবহাওয়ার একটা জায়গা খুঁজছিলাম। এবার আবুধাবিকে বেছে নিয়েছি। এই ক্যাম্প আমাদের বাংলাদেশ সফরে কাজে দেবে।’

বাংলাদেশ সফর নিয়ে রাশিদ খান তার পরিকল্পনার কথা জানালেন, ‘অধিনায়কের দায়িত্ব পালন করাটা সবসময় সহজ হয় না। দলের দায়িত্ব পালনের পাশাপাশি আমি নিজের পারফর্মেন্সটাও ধরে রাখতে চাই। আসল ব্যাপার হলো ক্রিকেটকে আরও বেশি উপভোগ করতে চাই। আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবেদিন নায়েবের মতো সিনিয়র ক্রিকেটাররা আমাকে মাঠের কাজে সহায়তা করবে। আমরা একটা দল হিসেবেই বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমাকে বাড়তি শক্তি যোগাবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭