ইনসাইড ইকোনমি

দর বাড়ার শীর্ষে এসইএমএল আইবিবিএল, পতনে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2019


Thumbnail

কোরবানির ঈদের পর দেশের পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক ধারা ফিরে এলেও এখন আর তা নেই। বিনিয়োগাগকারীদের মধ্যে আবারও হতাশা তৈরি হয়েছে। সোমবারের বড় পতনের পর মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও গতকাল বুধবার আবারও পতনের ধারায় ফিরেছে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৩৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৮ দশমিক ৫৬ পয়েন্ট। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবারের লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড। বুধবার এই ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৮ দশমিক ১৪ শতাংশ বা ৮০ পয়সা। ইউনিটটি সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৩৩৬ বারে ৭ লাখ ৬৬ হাজার ৭৮৮টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ ২৪ হাজার টাকা।

দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। বুধবার এই ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৭ দশমিক ২৩ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা। ইউনিটটি সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১ হাজার ২৮৩ বারে ১০ লাখ ২৯ হাজার ৪৬৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা সিমেন্ট লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, রেকিট বেনকিজার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে, বুধবার সারাদিনের লেনদেন শেষে ডিএসই’তে দর পতনের শীর্ষে অবস্থান করছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা কমেছে। তাদের শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৫৮ বারে ২৪ লাখ ১৮ হাজার ৩৩০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ ১৩ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৫০৩ বারে ৪১ লাখ ৩ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা।

ডিএসই’তে দর পতনের তালিকার শীর্ষ দশে উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফিনিক্স ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স লিমিটেড ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।

বুধবার ডিএসইতে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ১১ কোটি ৪ লাখ টাকা কম। মঙ্গলবার এই বাজারে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৯টির, কমেছে ২৬২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৯ কোটি ৯২ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির দর।

ঈদের পর পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরার আভাস পাওয়া গেলেও নতুন করে দর পতন শুরু হওয়ার কারণ হিসেবে বিক্রির চাপকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া গ্রামীণফোনের শেয়ারের দাম কমার প্রভাবও পড়ছে বাজারে। বুধবার লেনদেনের শুরু থেকেই বাজারে খবর ছড়িয়ে পড়ে গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এরপরই গ্রামীণফোনের শেয়ারের দাম কমতে থাকে।

বিশ্লেষকরা জানান, বুধবার গ্রামীণফোনের শেয়ারের দাম ১ শতাংশের বেশি কমেছে। গ্রামীণফোনের বাজারমূলধন অনেক বড়। এ কারণে সূচকের পতনে গ্রামীণফোনেরও বড় অবদান আছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭