ইনসাইড গ্রাউন্ড

জয় কিংবা পরাজয়, হৃদয়ে আমার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/06/2017


Thumbnail

 

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের নয়। এইতো সেদিন পেয়েছিলাম আমরা টেস্ট স্ট্যাটাস। অবশ্য আমাদের পথচলা শুরু তারও আগে থেকে। গুটি গুটি পায়ে আজ আমরা পরিণত একটা দল। সবাই আজ আমাদের সমীহ করে। একটা সময় বাংলাদেশেকে মিনোজ বলা হতো। কিন্তু আজ আর তা কেউ  বলে না। তবে আমাদের কোটি সমর্থকদের প্রত্যাশার পারদ এখন অনেক বেশি। এখন বাংলাদেশ খেললে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করে না কেউ। আবার হেরে গেলে কথাও কম শুনতে হয় না টাইগারদের।

আমরা আমাদের প্রথম বিশ্বকাপেই পাকিস্তানের মত দলকে পরাজিত করি। সেই পাকিস্তান ছিল তৎকালীন সময়ে সেরা। ওয়াসিম আকরাম, মঈন খান, ওয়াকার ইউনুস, সাকলাইন মোস্তাকদের আমরা মাটিতে নামিয়ে আনি। ক্রিকেট বিশ্বে আমরাই একমাত্র দল যাদের অবজ্ঞা করা হয়েছে সবচেয়ে বেশি। কিন্তু আমরা সব অবজ্ঞার জবাব মাঠেই দিয়েছি। আমারাই হারিয়েছি নিউজিল্যান্ডকে। শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি। আমরা, কিউইদের নিজেদের ঘরের মাটিতে টানা দুবার হোয়াইটওয়াশ করেছি। পাকিস্তানও বাদ যায়নি হোয়াইটওয়াশ থেকে। আমরা সিরিজ জিতেছি সাউথ আফ্রিকা ও ভারতের বিপক্ষেও। বড় বড় দলগুলোকে পরাভূত করেছি ব্যাটে-বলের অসম লড়াইয়ে। বিগত দুই বিশ্বকাপে আমাদের  বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। কিছুদিন আগেই আমরা শ্রীলংকা গিয়ে জয় করেছি শততম টেস্ট। লংকানদের তাদের মাটিতেই পরাজিত করেছি ওয়ানডে ও টি-২০তে ।

এই হচ্ছে আমাদের ক্রিকেটের পথচলায় সাফল্যগাথা। আমরা পরাজয়ে মুষড়ে পড়ি না, তা থেকে সাহস ও শক্তি সঞ্চয় করি, ফিরে আসি অগ্নিমূর্তি ধারণ করে।

আমরা কোটি সমর্থক বাংলাদেশের কাছে থেকে ভালো খেলাটা পেতে চাই। জয়টা আমাদের উপরি পাওনা। আর জয় কি সত্যিই কি আমাদের সমর্থনে ভাটা দেয়। বাংলাদেশ হারুক কিংবা জিতুক, এটা তো আমার বাংলাদেশ। জিতলে উল্লাসে ফেটে পড়ি আমরা। আর হেরে গেলে মন খারাপ হয়ে যায় আমাদের। কিন্তু তারপরেও আমরা টাইগারদের সাপোর্ট করা বন্ধ করি না, বরং আমরা পরাজয়ে ভুলে সামনে এগুবে টাইগাররা। কারণ এইটা তো আমার দেশ, আমার দেশের ছেলেরাই খেলছে। আর নিজের দেশকে না ভালবেসে কোথায় যাব আমারা। এ যে আমার প্রিয় জন্মভূমি, আমার প্রাণের বাংলা। ক্রিকেট-ফুটবল কিংবা অন্য যে কোন পর্যায়ে, যেখানেই বাংলাদেশ সেখানেই লাল-সবুজ পতাকা হাতে আমরা। খেলায় জয় যেমন প্রত্যাশিত, তেমনি পরাজয়কেও মেনে নেওয়াটাও প্রকৃত সমর্থকের কাজ।


বাংলা ইনসাইডার/ডিআর


     

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭