ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড, পতনে জিল বাংলা সুগার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/09/2019


Thumbnail

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে। তবে সূচক পতনের ধারা অব্যহত রয়েছে। গতকাল সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১৫ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৩৩ দশমিক ৫৪ পয়েন্টে । চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৭ দশমিক ৬৬ পয়েন্ট। গতকাল ঢাকার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকার বেশি। এদিন লেনদেনের পরিমাণ ৪৪২ কোটি ৯০ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ইনটেক লিমিটেড। গতকাল এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা। শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ১৩৭ বারে ৮ লাখ ৪১ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল এই ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা। ইউনিট সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৪৭২ বারে ৯ লাখ ৮৩ হাজার ৮২৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা।

ডিএসই’তে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ লিমিটেড, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, আইট কনসালটেন্টস লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে, ডিএসই’তে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে আছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২ বারে ৫০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৩০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬২ বারে ৮ লাখ ৫৬ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

ডিএসই’তে দর পতনের তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, ন্যাশনাল পলিমার, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, টুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। অন্যদিকে সিএসই’তে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৩টির, অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭