ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে সী পার্ল, পতনে রিলায়েন্স ওয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2019


Thumbnail

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের দিয়ে চেয়ে ২০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৬ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৮৭ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১৪ দশমিক ৬৯ পয়েন্টে।

ডিএসই’তে গতকাল বুধবার লেনদেনশেষে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গতকাল এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা। শেয়ার সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৩৯ বারে ৯ লাখ ৩৫ হাজার ১৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড। গতকাল ওই ফান্ডের ইউনিট দর বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ বা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪১৬ বারে ১৩ লাখ ৮২ হাজার ৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার টাকা।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, ফরচুন সুজ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাভানা সিএনজি, কপারটেক লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে বুধবারের লেনদেন শেষে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে ‘রিলায়েন্স ওয়ান’ দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৮ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। ইউনিট সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১৫১ বারে ৬ লাখ ৪২ হাজার ৫৪১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা।

দর পরনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীন ওয়ান: স্কিম টু। ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৩ শতাংশ বা ১০ পয়সা কমেছে। ইউনিট সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৮৬ বারে ১ লাখ ৮০ হাজার ৭৬২টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার টাকা।

দর পতনের তালিকায় থাকা শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আইএআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড-১, আইসবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েস, মুন্নু সিরামিক, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে গতকাল ৩৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৩১ লাখ টাকা কম। লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে সিএসইতে ১৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১৮ লাখ টাকা বেশি। এ বাজারে লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭