ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস,পতনে ফিনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2019


Thumbnail

সপ্তাহের প্রথম দিন রোববার মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকায় ৩৭১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রামে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২০ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ দশমিক ৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৬ দশমিক ৭৬ পয়েন্টে।

চট্টগ্রামে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ডিএসইতে রোববার লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল টিউবস লিমিটেড। রোববার এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ১২ টাকা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩০৮ বারে ২৩ লাখ ২৮ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাইজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা। শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটি ১ হাজার ২১৬ বারে ১০ লাখ ১৮ হাজার ১১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড, অ্যাপেলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, আইপিডিসি ফাইন্যান্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, উসমানিয়া গ্লাস সীট লিমিটেড ও এটলাস বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে ডিএসইতে দর পতনের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। রোববার এ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৫ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। ইউনিট সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৪২৫ বারে ১৭ লাখ ৬৬ হাজার ২১৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা কমেছে। ইউনিট সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। রোববার কোম্পানিটি ১ হাজার ৬৬৯ বারে ১৩ লাখ ৪৭ হাজার ২৪৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকা।

দর পতনের তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স, সাভার রিফ্রেক্টরিস লিমিটেড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, নর্দার্ন জুট মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড, এরামিট সিমেন্ট লিমিটেড, দ্য ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭