ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ সেরার পুরষ্কার নিলেন না রশিদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2019


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে যখন একমাত্র টেস্টের টস করতে নামেন রশিদ, তখনই ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়কের তকমাটা গায়ে মেখে নেন। এরপর বাকিটুক ইতিহাস। নিজেদের টেস্ট ইতিহাসের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে আফগানরা এখন অস্ট্রেলিয়ার পাশে। দেশের এই অনবদ্য জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া রশিদ খানই লুফে নিয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার।

তবে ম্যাচ সেরার পুরষ্কার নিজে গ্রহন করেননি রশিদ। নিজের ম্যাচ সেরার পুরষ্কার দিয়ে দিয়েছেন দলের অগ্রজ, বিদায়ী টেস্ট ম্যাচ খেলা মোহাম্মাদ নবিকে। স্মরনীয় টেস্ট ম্যাচকে নবির কাছে আরেকটু স্মরনীয় করতে রশিদের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

নবিকে ম্যাচ সেরার পুরষ্কার দিয়ে রশিদ বলেন, ‘নবির মতন কিংবদন্তী, যিনি আমি এবং আমার মতন তরুন স্পিনারদের অনেক সাহায্য করেছে। তার বিদায়ী টেস্টে আমার ম্যাচ সেরার পুরষ্কারটা তাই তাঁকে দিতে চাই।’

অধিনায়ক হিসেবে রশিদ খানের শুরুটা প্রায় স্বপ্নের মতন। ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সাথে দুই ইনিংসে নিয়েছেন ১১ উইকেট। সাথে ব্যাট হাতেও করেছেন অর্ধশতক।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭