ইনসাইড গ্রাউন্ড

অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2019


Thumbnail

বিশ্বকাপে ভারত ম্যাচের পর থেকে যখন বাংলাদেশ ক্রিকেট বদ্ধ হারের বৃত্তে, তখন সাকিবের দলে যোগদান কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল টাইগার সমর্থকদের প্রানে। তবে সাকিব, সহজ প্রতিপক্ষ কিংবা হোম কন্ডিশন- কিছুই বাংলাদেশকে বের করতে পারলো না পরাজয়ের বৃত্ত থেকে। এমন পরাজয়ের পর দলের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারেও ভাবছেন সাকিব।  

বিশ্বকাপের দারুণ ব্যক্তিগত সাফল্যের পর নিষ্ঠুর বাস্তবতা- কেমন বোধ করছেন সাকিব? সাদা পোশাকের অধিনায়কের সোজাসাপ্টা জবাব, ‘এমন না যে আমি বিশ্বকাপের সাফল্যে পরে আকাশে উঠে গেছিলাম। আমি মাটিতেই ছিলাম। যেমন ছিলাম তেমনি আছি। কে, কীভাবে ভাবছে জানি না।’

সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অন্য কেউ দায়িত্ব নিয়ে আসলে সেটা ব্যক্তিগতভাবে আমার জন্যই ভালো। আর যদি নেতৃত্ব চালিয়েই যেতে হয় অনেক কিছু নতুন করে ভাববার প্রয়োজন আছে।’

চতুর্থ দিন শেষে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘দলের পরিকল্পনায় ভুল আছে। এমন পরিকল্পনা কে করেছে সেটা জানতে চাই।’ তবে পাপনের এমন কথার পর সাকিব জানালেন। দলের অধিনায়ক হিসেবে না থাকলে তার ব্যক্তিগত পারফরমেন্স ভাল হবে। যেটা তার ক্যারিয়ারের জন্যও ভাল।  

সাকিব বলেন, ‘অধিনায়ক থাকলে বিসিবির সাথেই পরিকল্পনা করতে চাই। আর না থাকলে সেটা আমার ক্যারিয়ারের জন্যও ভাল।’

তবে এই হার নিয়ে পড়ে থাকতে চান না সাকিব। জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নজর দিতে চান এই অলরাউন্ডার, ‘যত দ্রুত সম্ভব এই ম্যাচ ভুলতে হবে এবং নজর দিতে হবে টি-টোয়েন্টি সিরিজে। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) আফগানিস্তান খুবই ভালো দল। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টি-টোয়েন্টিতে নজর দেওয়াটা জরুরি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭