লিভিং ইনসাইড

আজকের টিপস: দূর করুন নখের হলদে ভাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/06/2017


Thumbnail

পায়ের এক বিব্রতকর সমস্যা নখে ফাঙ্গাস হওয়া। যার ফলে নখ হলুদ হতে থাকে। ধুলোবালি এবং ঘামের কারণে সাধারণত এই সমস্যা হয়ে থাকে। যারা নখের হলদে ভাব দূর করতে চান তাদের জন্য এই টিপস।

নখের হলদে ভাবের জন্য ব্যবহার করতে পারেন টি-ট্রি অয়েল। টি ট্রি ওয়েল একটি অ্যাসেনশিয়াল ওয়েল। যার ‘অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টি’ নখের সংক্রমণ দূর করতে দারুণ কার্যকরী।

একটি ছোট পাত্রে খানিকটা পানির সঙ্গে ১/২ চামচ টি ট্রি ওয়েল মিশিয়ে নিন। এখন মিশ্রিত পানিতে তুলায় ভিজিয়ে নিয়ে পায়ের নখসহ আঙুলের চারপাশ মুছে নিন। ধোয়ার প্রয়োজন নেই। টি ট্রি ওয়েল নখের সঙ্গে চারপাশের ত্বকের রুক্ষতাও দূর হবে।

এভাবে প্রতিদিন রাতে ঘুমের আগে নখের যত্ন নিন। হলদে ভাব কমে আসতে শুরু করলে সপ্তাহে ৩ বার করলেই যথেষ্ট। হাতের নখের যত্নেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭