ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধবাজ বন্ধু বোল্টনকেও হটালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2019


Thumbnail

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি বলেছেন, ‌‘গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর আসার প্রয়োজন নেই। আমি তার অনেক পরামর্শের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছি এবং আমার প্রশাসনের ব্যাপারেও তার সঙ্গে আমি অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করেছি। আমি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি এবং তিনি আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

স্থানীয় সময় মঙ্গলবারের এই টুইট বার্তায় ট্রাম্প আরও লিখেছেন, ‘জন বোল্টনের সেবার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করবো।’

পদত্যাগের বিষয়ে জন বোল্টন বলেছেন, ‘আমি গতরাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা এ বিষয়ে আগামী কাল কথা বলবো।’

প্রসঙ্গত, ট্রাম্প এবং বোল্টনের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ বলেই মনে করা হতো। ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনের সঙ্গে রসিকতা করতেন। মজা করেই তাকে যুদ্ধবাজ ব্যক্তি বলে সম্বোধনও করতেন। ট্রাম্প একবার কৌতুক করে এমনটাও বলেছিলেন যে, এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না। একসময়ের সেই কাছের মানুষটিকেই ছেঁটে ফেললেন ট্রাম্প।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭