ইনসাইড ইকোনমি

দরপতনে শীর্ষ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2019


Thumbnail

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান বাজার ঢাকায় মূল্যসূচক ৩৩ মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে। শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ার লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৯৩৩ দশমিক ১৭ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২১৩ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৪ দশমিক ৩৫ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৫০২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ৯৫ কোটি ৩৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে মাত্র ৩৭টির, কমেছে ২৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসই’তে বুধবার লেনদেন শেষে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে এম.এল. ডাইং। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫৪ বারে ১ লাখ ৯৫ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৫ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৮৩ বারে ৪৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকা। 

দর পতনের তালিকার শীর্ষ দলে অন্য কোম্পানিগুলো হলো, পপুলার লাইফ, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড-১, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এরামিট সিমেন্ট লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭