ইনসাইড এডুকেশন

বিশ্বসেরা বিদ্যাপীঠের তালিকায় ঢাবি, অন্যদের অবস্থান কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2019


Thumbnail

বিশ্বসেরা বিদ্যাপীঠের ২০২০ সালের র‍্যাংকিং প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ম্যাগাজিন ‘টাইমস হায়ার এডুকেশন’। এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ১০০১+ অবস্থানে। অর্থাৎ প্রথম ১ হাজার বিশ্ববিদ্যালয়ের পরে।

‘টাইমস হায়ার এডুকেশন’ এর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের জয়জয়কার দেখা যাচ্ছে। শীর্ষ দশের ৭টি ইউনিভার্সিটিই যুক্তরাষ্ট্রের। বাদ বাকি তিনটি যুক্তরাজ্যের। এখানে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান তুলে ধরা হলো-

অক্সফোর্ড ইউনিভার্সিটি

‘টাইমস হায়ার এডুকেশন’ এর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি। গতবছরের তালিকাতেও তারা একই অবস্থানে ছিল।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। গত বছরে তাদের অবস্থান ছিল পাঁচে।

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ

তিন নম্বরে আছে যুক্তরাজ্যের আরেক গর্ব ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ। গতবারের চেয়ে একধাপ অবনতি হয়েছে তাদের।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আছে তালিকার চারে। গত বছরের চেয়ে তাদেরও এক ধাপ অবনতি হয়েছে। 

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

বিশ্বসেরা ইউনিভার্সিটির তালিকার পাঁচে আছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। গত বছর তারা ছিল চারে। 

এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে প্রিস্টন ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), হার্ভার্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইয়েল ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অব শিকাগো (যুক্তরাষ্ট্র) এবং ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন (যুক্তরাজ্য)। 

‘টাইমস হায়ার এডুকেশন’ এর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর পুরো তালিকাটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন…

 এখানে ক্লিক করুন...

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭