টেক ইনসাইড

ক্ষুদ্রতম চাঁদ দেখা যাবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2019


Thumbnail

সুদীর্ঘ ১৩ বছর পর আগামীকাল শুক্রবার পূর্ণিমার রাতে দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ। বিজ্ঞানীদের মতে, ক্ষুদ্রতম চাঁদের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখা যায়।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৫১ হাজার ৬শ` ৫৫ মাইল হলেই ক্ষুদ্র হিসেবে ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮শ` ১৬ মাইল দূরে থাকবে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথের জন্য চাঁদ কখনও পৃথিবীর সামনে আসে, কখনও দূরে চলে যায়। সেই মতো শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে দূরতম স্থানে অবস্থান করবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে চাঁদকে ক্ষুদ্র আকারে দেখা গিয়েছিল। এবার পূর্ণিমা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। আর পূর্ণিমা ছাড়বে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। ১৩ বছর পর চাঁদকে এতটা ছোট আকারে দেখতে চাইলে শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশের দিকে খেয়াল রাখতে হবে। আকাশ মেঘলা না থাকলে এই ক্ষুদ্র আকৃতির চাঁদ পূর্ণভাবে দেখা যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছে।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭