সোশ্যাল থট

আত্মসম্মান নিয়ে বেচেঁ থাকা...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2019


Thumbnail

যেই মায়েরা ছেলে সন্তানকে, ‘ছেলে না...’ বলে, বিকলাঙ্গ মানুষ হিসাবে এমন ভাবে গড়ে তুলেন যে নিজের যত্নটাও নিজে নিতে শিখে না| এই আশায়, ‘একদিন তো বউ নামক শিক্ষিত বেবি সিটার নিয়ে আসব’| তাদের উদ্দেশ্যে বলি, সামাজিক নিয়মেই মেয়েরা সাধারণত, রান্না বাটি, হেঁশেল ঠেলার কাজটা করে থাকেন, এবং পুরুষরা সংসারের জন্য আয় করে নিয়ে আসেন, সেটা একটা সামগ্রিক কাজ, কারণ সংসারটা দুজনের। কিন্তু এটার অর্থ এটা নয় যে, নিজের ছেলের সেলফ কেয়ারটাও পরের মেয়ের ঘাড়ে চাপাবেন, কারণ আপনার ছেলে বিকলাঙ্গ বা মেন্টালি রিটার্ড নয়।পরের মেয়ে অসুস্থ হলে, মীনার কার্টুনের ডায়লগের মতো, ‘কাজ করো, আরাম করো, পানি খাও, কাম করো, সব ঠিক’...বলার জন্য রেডি না থেকে, বরং নিজের পুত্র সন্তানটিকে রেডি করেন স্বাবলম্বী হতে। বউ কিছু না পারলে যেমন বলা হয়, ‘মা কিছু শিখায় নাই’। তেমনই, ছেলে যদি নিজের শার্ট আয়রন করতে না জানে, তাহলে তার ডবল শোনা উচিত, ‘বাপ-মা কিচ্ছু শিখায় নাই’। কারণ, তার বাবাকেও হয়তো সে কখনো আয়রন করতে দেখে নাই।‘স্ত্রী স্বামীর সেবা করবে এটাই তো ভালোবাসা’... এই কথাটাই ভুল, কারণ ভালোবাসা একতরফা হয়না| স্ত্রী যদি স্বামীর জুতা পালিশ করে দেন তবে স্বামীরও উচিত, ক্লান্ত স্ত্রী`কে এক কাপ চা বানিয়ে খাওয়ানো। স্ত্রী যদি স্বামীর পা টিপে দেন, তবে স্বামীরও উচিত, স্ত্রীর পা টিপে দেওয়া। স্বামী যদি মাসের চারটা উইকেন্ডে, দশটা এগারোটা অবধি ভোঁস ভোঁস করে ঘুমান, তবে অন্তত একটা উইকেন্ডে খুন্তি হাতে নিয়ে স্বামীর, স্ত্রী`কে বলা উচিত ‘আজকের দিনটা তোমার’।
আর মেয়ে সন্তানের মায়েরা, যারা খুব হা হুতাশ করেন, ‘আমার মেয়েটা তো কোন কাজই পারে না, শ্বশুরবাড়ি যাইয়া যে কি করবে। ‘মেয়ে মানুষের’ কাজ না শিখলে হয়?’কাজ শেখার ক্ষেত্রে ‘মেয়ে মানুষ’ নামক আলাদা প্রজাতি না বানিয়ে, বলতে শিখুন, ‘মানুষ (নারী এবং পুরুষ) কাজ না শিখলে কি হয়?’আর হ্যাঁ, আমাদের সামাজিক প্রেক্ষাপটে কন্যা সন্তানকে আলাদা ভাবে একটা জিনিস একটু বেশী শেখানো উচিত, আর তা হচ্ছে ‘আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা’....

(শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফেসবুক পেজ থেকে)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭