ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলেছে সাগরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/06/2017


Thumbnail

১২২ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে আন্দামান সাগরে। মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, আজ বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ এবং মরদেহ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ওয়াই ৮ মডেলের চীনে তৈরি এই বিমানে ছিল ১৪ জন ক্রু ও ১০৬ সামরিক সদস্য ও তাদের পরিবার। গত বুধবার মিয়ানমারের মাইয়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাচ্ছিল বিমানটি। রওনা হওয়ার মাত্র আধ ঘণ্টার মধ্যে সকল যোগাযোগ হারিয়ে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

যদিও মিয়ানমারে এখন বর্ষার সময়। কিন্তু ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল বলে জানা যায়।

বাংলা ইনসাইডার/আরএইচবি


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭