ইনসাইড বাংলাদেশ

মিয়ানমারে থাকা ৬ লাখ রোহিঙ্গা গণহত্যা ঝুঁকির মুখে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2019


Thumbnail

গত নভেম্বর থেকে দুই দফা চেষ্টার পরও বাংলাদেশে অবস্থানকারী ১২ লাখ রোহিঙ্গার কাউকে নিজদেশে প্রত্যাবাসন করা যায়নি। এরই মাঝে মিয়ানমারে অবস্থানকারী ৬ লাখ রোহিঙ্গা মুসলিম গণহত্যা ঝুঁকির মুখে রয়েছে বলে গতকাল সোমবার জাতিসংঘের তদন্ত সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এর ফলে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়টি কার্যত অসম্ভব হয়ে ওঠল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গা নিধন অভিযান অভিযান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে ২০১৭ সালে রাখাইনে পরিচালিত দেশটির সেনাবাহিনীর নিধন অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করে সেনাপ্রধানসহ দেশটির সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান জানায়।

জাতিসংঘের ওই তিন সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মারজুকি দারুশম্যান গত বছরের প্রতিবেদনের কথা উল্লেখ করেন। যেখানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।

মিশনের চেয়ারম্যান মারজুকি দারুশম্যান বলেছেন, রাখাইনে দেশটির সেনাবাহিনীর একই রকম অপরাধী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের নিধন অভিযান শুরু করে সেনাবাহিনীর। তারপর প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা।

মারজুকি দারুশম্যান বলেছেন, আমরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও গণহত্যা চালানোর মতো সকল অভিপ্রায়ের প্রমাণ পেয়েছি। যুগ যুগ ধরে তারা মিয়ানমারের নিরাপত্তাবাহিনী পাশবিক এই অপরাধ করে আসলেও তাদের কোনো বিচার হচ্ছে না।

মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগী হিসেবে স্থানীয় উগ্রপন্থী রাখাইন বৌদ্ধরা রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। বাংলাদেশে এখন মোট রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১১ লাখ ৫০ হাজারেরও বেশি।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭