ইনসাইড ইকোনমি

অর্থমন্ত্রীর আশ্বাসেও অস্থির পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2019


Thumbnail

পুঁজিবাজারে গতি ফেরানোর লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকেও আস্থা ফিরছে না পুঁজিবাজারে। গত সোমবারের বহুল আলোচিত বৈঠকটির পরেও কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। বৈঠকের পর গতকাল মঙ্গলবার প্রথম কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকেরই বড় ধরনের পতন ঘটেছে। 

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স ৩০ দশমিক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৮ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪৬ দশমিক ৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫১ দশমিক ৮১ পয়েন্টে।

মঙ্গলবার ঢাকায় লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১১২ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫০ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৬৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭