ইনসাইড ট্রেড

সাকিবের পর যেখানে শুধুই মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2019


Thumbnail

নিজেকে হারিয়ে খুঁজছে কাটার মাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত শুরুর পরে ইনজুরিতে এখন সে সবার মতন সাধারণ বোলার। তবে এর মাঝেই টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট পেল মুস্তাফিজুর রহমান। যদিও ৪৯ তম উইকেট নিয়েছিলেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে! এরপর আজকের ম্যাচের শেষ ওভারে দুই উইকেট পান এই বোলার।   

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অভিষেক ম্যাচে একমাত্র উইকেট হিসেবে শিকার করেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে। সেই থেকে আজ (১৮ সেপ্টেম্বর) সহ ম্যাচ খেলেছেন ৩৪টি। তার চাইতে কম ম্যাচ খেলে বিশ্বের মাত্র তিনজন বোলার নিতে পেরেছেন ৫০ উইকেট।

সবচেয়ে কম ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকার করেছেন ক’দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা লঙ্কান রহস্য স্পিনার খ্যাত অজান্তা মেন্ডিস। ২০১২ সালের অক্টোবরে কলম্বোর পি সারা ওভালে পাকিস্তানের বিপক্ষে ৫০ তম উইকেটের মাইলফলকে পৌঁছান অজান্তা মেন্ডিস। তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা দুজনই লেগ স্পিনার। দক্ষিণ আফ্রিকান ইমরান তাহির ও আফগান তারকা রাশিদ খান সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট শিকার করেন। আর এদের পরেই দ্রুততম বোলার হিসেবে মুস্তাফিজের নাম।  

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার আগে এই মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারিও তিনি। ৭৫ ম্যাচে ৯৩ উইকেট শিকার করেছেন সাকিব। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের। রাজ্জাক ৩৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন। ৪২ উইকেট নিয়ে চারে আছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭