ইনসাইড গ্রাউন্ড

সাকিবের সহজ সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2019


Thumbnail

চট্টগ্রাম টেস্টে হারের লজ্জাটা যখন দগদগে, তখন আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে অসহায় আত্মসমর্পণে বাংলাদেশের ক্রিকেট ভিত যেন ভালভাবেই নড়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই জয়ের কল্যাণে ফাইনাল নিশ্চিত হলেও অধিনায়ক সাকিব আল হাসানের লক্ষ্য ২১ সেপ্টেম্বর আফগান বধ।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে ছোটখাট ভুলগুলো বাদ দিলে, প্রায় সব ডিপার্টমেন্টেই ভালো খেলছে টাইগাররা। জয়টা ৩৯ রানের হলেও জিম্বাবুয়ের ৬৬ রানে ৭ উইকেট নেয়ায় বড় অবদান বোলারদের। সেটা ভালো করে জানেন অধিনায়ক নিজেও।

সাকিব তাই বোলারদের প্রাপ্য কৃতিত্বই দিলেন। ম্যাচ শেষে বললেন, ‘ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু প্রত্যাশা মতন শেষ করতে পারিনি। তবে বোলাররা দুর্দান্ত ছিল, ফিল্ডাররাও।’

ভালো ফিল্ডিং বোলারদের কীভাবে সহায়তা করেছে তার ব্যাখ্যাও দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা (ফিল্ডিং) পাঁচ বোলারকেই সহায়তা করেছে কারণ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ম্যাচ জেতাতে খুব বেশি দেখা যায় না।’

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠল বাংলাদেশ। ফাইনালে রশিদ খানের দলেরই মুখোমুখি হতে হবে সাকিবদের। তার আগে গ্রুপপর্বে লড়াইয়ে আফগানদের হারাতে পারাটা হবে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে যাওয়া। সাকিব তা ভালোভাবেই জানেন।

তাই জয়ের সুরই ঝরল তাঁর কণ্ঠে, ‘পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের এগিয়ে দেবে। টি-টোয়েন্টিতে এটি গুরুত্বপূর্ণ।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭