ইনসাইড বাংলাদেশ

ছাত্রদলের নতুন সভাপতি কে এই খোকন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2019


Thumbnail

মধ্যরাতের ভোটে ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। প্রায় চল্লিশ বছর বয়সী এই ছাত্রনেতা সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসায় তৃণমূল পর্যায়ের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অভিযোগের সুরে অনেকেই বলছেন যে, বগুড়ায় বাড়ি বলেই তারেকের নির্দেশে সভাপতি পদে খোকনকে বেছে নেওয়া হয়েছে। রাজপথের সংগ্রামী নেতাদের উপেক্ষা করা হয়েছে।

জানা গেছে, ফজলুর রহমান খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

খোকনের বয়স নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। তিনি এসএসসি পাশ করেন ২০০০ সালে। তবে স্থানীয়রা বলছেন স্কুল পর্যায়ে খোকন অনিয়মিত ছাত্র ছিল। এ কারণে তার এসএসসি পাশ করতে কিছুটা দেরি হয়েছে।

ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক দায়িত্বে ছিলেন। ওয়ান ইলেভেনের সময় বেশ সক্রিয় দেখা গেছে খোকনকে।

খোকনের বিরুদ্ধে সস্ত্রাস ও চাঁদাবাজিসহ ২০টির অধিক মামলা রয়েছে। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাওয়া ভবন খ্যাত বেলায়েত হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু গ্রুপের সিন্ডিকেট থেকে উঠে এসেছেন খোকন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭