ইনসাইড বাংলাদেশ

‘ক্যাসিনো খালেদ’ এখন গুলশান থানায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2019


Thumbnail

অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র ও মাদক আইনে মতিঝিল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে, বুধবার রাতে গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত র‍্যাব-৩ এর হেফাজতে ছিলেন খালেদ।

প্রসঙ্গত, গতকাল রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে্র অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালায় র্যাব। এখান থেকে দুই নারীসহ ১৪২ জনকে আটক করা হয়। এই ক্যাসিনোতে মদসহ জুয়ার বিপুল পরিমান সরঞ্জাম এবং ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭