কালার ইনসাইড

‘আইফা’ জয় করলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2019


Thumbnail

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২০তম আসরে সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভাট। সেরা অভিনেতা রণবীর সিং।

‘রাজি’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে তার হাতে উঠলো এই স্বীকৃতি। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঝলমলে আয়োজনে ট্রফি গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই তারকা।

সেরা চলচ্চিত্র হয়েছে মেঘনা গুলজারের ‘রাজি’। সেরা পার্শ্ব অভিনেতা ভিকি কৌশল। সেরা অভিনেতার ট্রফি পেয়েছেন রণবীর সিং। সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবিতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন তিনি। একই ছবির সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অদিতি রাও হায়দারি। অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। এবার সর্বাধিক ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘আন্ধাধুন’। ছবিটির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন শ্রীরাম রাঘবন। এছাড়া আরও পাঁচটি বিভাগে সেরা হয়েছে তার চলচ্চিত্রটি। সেরা নবাগতা সারা আলি খান

‘কেদারনাথ’ ছবির জন্য সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান সেরা নবাগতা ও ‘ধাড়াক’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য ঈশান খাত্তার সেরা নবাগত বিভাগে পুরস্কৃত হয়েছেন। গানের বিভাগগুলোর মধ্যে ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতান’ গানের জন্য অরিজিৎ সিং সেরা গায়ক ও ‘দিলবারো’ গানের সুবাদে সেরা গায়িকা হয়েছেন হর্ষদ্বীপ কৌর ও বিভা সরাফ। সেরা সংগীত নির্বাচিত হয়েছে ‘সনু কে টিটু কি সুইটি’। করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির গানের জন্য সেরা গীতিকারের ট্রফি পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য।

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্য পরিচালক সরোজ খান ও কমেডিয়ান জগদ্বীপ।

অনুষ্ঠানে সরোজকে সম্মান জানিয়ে নৃত্য পরিবেশন করেন মাধুরী দীক্ষিত। এছাড়া ছিল সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, সারা আলি খান, ভিকি কৌশল ও আয়ুশ শর্মার পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দুই ভাই আয়ুষ্মান খুরানা ও অপরশক্তি খুরানা।সেরা গায়িকা বিভা সরাফ ও হর্ষদ্বীপ কৌর

আইফার ২০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হয় বিশেষ কিছু পুরস্কার। এর মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রী, ‘বরফি’র জন্য রণবীর কাপুর সেরা অভিনেতা, ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য রাজকুমার হিরানি সেরা পরিচালক, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর গানের সুবাদে প্রীতম চক্রবর্তী সেরা সংগীত পরিচালক ও সেরা চলচ্চিত্র হয়েছে রাকেশ রোশনের ‘কহো না... পেয়ার হ্যায়’। নাচে মাতিয়েছেন মাধুরী দীক্ষিত

২০তম আইফা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা:

সেরা চলচ্চিত্র: রাজি

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)

সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অদিতি রাও হায়দারি (পদ্মাবত)

সেরা পার্শ্ব অভিনেতা: ভিকি কৌশল (সঞ্জু)

সেরা পরিচালক: শ্রীরাম রাঘবন (অন্ধধুন)

সেরা নবাগত: ঈশান খাত্তার (ধাড়াক)

সেরা নবাগতা: সারা আলি খান (কেদারনাথ)

সেরা গল্প: অন্ধধুন (অরিজিৎ বিশ্বাস, হেমন্ত রাও, পূজা লাধা সুরতি, শ্রীরাম রাঘবন ও যোগেশ চান্দেকার)

সেরা গায়ক: অরিজিৎ সিং (গান-অ্যায় ওয়াতান, ছবি-রাজি)

সেরা গায়িকা: হর্ষদ্বীপ কৌর ও বিভা সরাফ (গান-দিলবারো, ছবি-রাজি)

সেরা সংগীত: সনু কে টিটু কি সুইটি (আমাল মালিক, গুরু রানধাওয়া, রোশাক কোহলি, সৌরভ-বৈভব, ইও ইও হানি সিং ও জ্যাক নাইট)

সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (ধাড়াক)

সেরা চিত্রগ্রাহক: সুদীপ চট্টোপাধ্যায় (পদ্মাবত)

সেরা চিত্রনাট্য: অন্ধধুন (অরিজিৎ বিশ্বাস, হেমন্ত রাও, পূজা লাধা সুরতি, শ্রীরাম রাঘবন ও যোগেশ চান্দেকার)

সেরা সংলাপ: বাধাই হো (অক্ষত গিলদিয়াল)

সেরা সম্পাদনা: অন্ধধুন (পূজা লাধা সুরতি)

সেরা নৃত্য পরিচালনা: পদ্মাবত (ক্রুতি মহেশ মিধ্যা ও জ্যোতি তোম্মার, গান: ঘুমর)

সেরা শব্দসজ্জা: টুম্ববাদ (কুনাল শর্মা)

সেরা শব্দ মিশ্রণ: অন্ধধুন (অজয় কুমার পি.বি)

সেরা আবহ সংগীত: অন্ধধুন (ড্যানিয়েল বি. জর্জ)

সেরা স্পেশাল ইফেক্টস: টুম্ববাদ (ফিল্মগেট ফিল্মস এবি)

আজীবন সম্মাননা: সরোজ খান ও জগদ্বীপ

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭