ইনসাইড ইকোনমি

পুঁজিবাজারে দর বেড়েছে যে তিন খাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2019


Thumbnail

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৩ খাতের দর (রিটার্নে) বেড়েছে। এর বিপরিতে দর কমেছে মাত্র ১৫ খাতের।

পুঁজিবাজার সংশ্লষ্ট সূত্রগুলো বলছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে টেলিকমিউনিকেশন খাতের। এ খাতের দর বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। এরপরেই বেড়েছে বিমা খাত। এ খাতের দর বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ । এরপর দশমিক ৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত।

অন্যদিকে, পুঁজিবাজারে দর কমেছে ১৫ খাতের। সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশলী খাতে। এ খাতে ২ দশমিক ২৪ শতাংশ দর কমেছে। এরপরে রয়েছে বস্ত্র খাত। এ খাতে ২ দশমিক ৮ শতাংশ দর কমেছে। এরপর সিরামিক খাতে ১ দশমিক ৫৭ শতাংশ, জুট খাতে ১ দশমিক ৫৪ শতাংশ, ফার্মাসিউটিক্যাল খাতে ১ দশমিক ৩৩ শতাংশ এবং আইটি খাতে ১ দশমিক ২৬ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ১ দশমিক ২ শতাংশ, ভ্রমণ এবং অবকাশ খাতে দশমিক ৮৭ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৮৭ শতাংশ, পেপার এবং প্রিন্টিং খাতে দশমিক ৭৮ শতাংশ, সেবা এবং আবাসন খাতে দশমিক ৭৬ শতাংশ, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দশমিক ৪৬ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৩৯ শতাংশ এবং আর্থিক খাতে দশমিক ২৭ শতাংশ দর কমেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭