ইনসাইড ইকোনমি

দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং, পতনে ন্যাশনাল পলিমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2019


Thumbnail

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙ্গাভাব ফিরে এসেছে। ঢাকা এবং চট্টগ্রাম দুটি বাজারেই লেনদেন এবং সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫০০০ পয়েন্ট অতিক্রম করেছে। শতাংশ হিসেবে এই সূচক ১ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৭২ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটি ৪০৪ বারে ১১ লাখ ৯৪ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ ২৮ হাজার টাকা। দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি ১ হাজার ১৭৬ বারে ১৫ লাখ ৭৯ হাজার ১১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, আইএফআইসি ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডায়িং, মাইডাস ফিন্যান্স, এমএল ডায়িং ও তাকাফুল ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দরপতনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ বা ১০ টাকা কমেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৮৭ বারে ৭ লাখ ৮০ হাজার ৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫০ হাজার টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড এয়ার। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। সোমবার কোম্পানিটি ১৭৮ বারে ৮ লাখ ৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ২৯ হাজার টাকা।

দর পতনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, ইয়াকিন পলিমার, ফরচুন সুজ, মুন্নু জুট স্ট্যাফলার্স, আল-হাজ টেক্সটাইল, বিডি অটোকারস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

সোমবার ঢাকায় ৫১৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর সিএসইতে ২৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৭৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৯ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রামে লেনদেনে অংশ নিয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭