ইনসাইড হেলথ

মাথাব্যথার জটিলতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2017


Thumbnail

অতিসাধারণ এক আসুখ মাথাব্যথা। প্রতিটি মানুষ তার জীবন একবার হলেও মাথাব্যথায় ভুগেছেন। তবে সাধারণ এই অসুখটি হতে পারে কোনো জটিল রোগের সংকেত। তাই আজ ঘরোয়া চেম্বারের এই পর্বে জানবো মাথাব্যথা নিয়ে। পরামর্শ দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

মাথাব্যথার ধরন ও কারণ?

মাথাব্যথার কারণকে দুই ভাগে ভাগ করা হয়। একটি সাধারণ কারণ ও অন্যটি জটিল কারণ। ৯০ ভাগ ক্ষেত্রে সাধারণ কারণেই মাথা ব্যথা হয়। দুশ্চিন্তা ও মাইগ্রেনকে আমরা সাধারণ কারণ বলছি।

অপরদিকে সহজে কারণ বোঝা যায় না এমন মাথাব্যথাকে জটিল মাথাব্যথা বলা হয়। সচারচর দেখা জটিল মাথাব্যথার কারণগুলো হলো মস্তিস্কের টিউমার, রক্তক্ষরণ, রক্তনালি বন্ধ হওয়া, মস্তিস্কের প্রদাহ ইত্যাদি।

মাইগ্রেন ও দুশ্চিন্তার মাথাব্যথার পার্থক্য?

দুশ্চিন্তার মাথাব্যথা দীর্ঘ মেয়াদি হয়ে থাকে। ঘুম থেকে উঠলেন একেবারে সুস্থ ভাবে। তবে দিন বাড়ছে মাথায় চিনচিন ব্যথা হতে শুরু করে। যা মারাত্মক না হলেও অবশ্যই অস্বস্তিকর। এক্ষেত্রে চিকিৎসার চেয়ে কাউন্সিলিং বেশি প্রয়োজন হয়।

মাইগ্রেনের ক্ষেত্রে সারা মাথার পরিবর্তে একটি জায়গায় ব্যথা হয়। ব্যথার তীব্রতাও খুব বেশি হয়। মাথা দপদপ করে, আলোর দিকে তাকাতে কষ্ট হয়, আওয়াজ শুনতে কষ্ট হয়। অনেকের আবার ব্যথার সঙ্গে বমিও হতে পারে।

কোন জটিল রোগের কারণে হওয়া মাথাব্যথার লক্ষণগুলো কী?

- হুট করে ব্যথা শুরু হয়ে তা ৬০ সেকেন্ডের মধ্যে তীব্র আঁকার ধারণ করা

- ব্যথার সঙ্গে বমি হওয়া

- কমে যাওয়া ব্যথা হাঁটাচলা, শারীরিক পরিশ্রম, ঘাড় নিচু করা ইত্যাদির সাথে বাড়তে থাকা

- মাথার সাথে ব্যথা গলা ও ঘাড়ে অনুভূত হওয়া

এছাড়াও মাথাব্যথার সঙ্গে দৃষ্টির সমস্যা, খিঁচুনি, হাত বা এক পাশ অবশ ইত্যাদি মস্তিস্কের কোনো সমস্যার কারণে হওয়া মাথাব্যথার লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাথাব্যথার চিকিৎসা কী?

ব্যথার ধরনের উপর নির্ভর করে চিকিৎসা করাতে হবে। সবার আগে রোগীকেই সচেতন হতে হবে। কখনো মাথাব্যথাকে এড়িয়ে যাওয়া ঠিক নয়। নিয়মিত ও তীব্র ব্যথা হলেই চিকিৎসকের কাছে যাতে হবে।

আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭