ওয়ার্ল্ড ইনসাইড

ছোট্ট হাতিকে বাঁচাতে প্রাণ গেল ছয়টি হাতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2019


Thumbnail

অভিশপ্ত উঁচু ঝর্ণা থেকে পড়ে যাওয়া বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও পাঁচটি বড় হাতি। সব মিলিয়ে ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে ওই ঘটনায় বেঁচে গেছে দুটি হাতি। থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে গতকাল শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পার্কের হায়েও ন্যারক ঝর্ণাটিতে এ ধরনের ঘটনা ঘটার অতীত ইতিহাস রয়েছে। ১৯৯২ সালেও এখান থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল আটটি হাতি।

কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার দুপুর তিনটার দিকে একদল হাতির সড়ক অবরোধ দেখে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান মৃত বাচ্চা হাতিটির কাছেই আরও পাঁচটি মরদেহ পড়ে রয়েছে।

আর দুটি হাতি ঝর্ণার কিনারায় কোনমতে আটকে ছিল। কর্মকর্তারা ওই দিকে উদ্ধার করেন। তারা জানান, মূলত ছোট হাতিটিকে বাঁচাতে গিয়েই একে একে প্রাণ হারিয়েছে হাতিগুলো।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭