ইনসাইড গ্রাউন্ড

সেমির প্রতিপক্ষ ভারত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2017


Thumbnail

 

বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট পাগল মানুষের গত ২৪ ঘণ্টা খুব দুশ্চিন্তায় কেটেছে নিশ্চয়ই। ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েও ঠিক স্বস্তি পাওয়া যাচ্ছিল না। কারণ তখনো যে, সেমিফাইনালে যাওয়া নিয়ে ছিল সংশয়। কেটে গেছে সেই সংশয়। এখন আছে শুধু প্রত্যাশা, সেমির গণ্ডি পেরিয়ে ফাইনালে যাওয়ার প্রত্যাশা।

গতকাল শনিবার ইংল্যান্ডের  এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ নিয়ে বাংলাদেশি দর্শকদের উত্তেজনা ছিল আকাশছোঁয়া। কেননা এই খেলার ফলাফলের উপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া না যাওয়া। এখন আর কোনো শঙ্কা নেই। ইংলিশরা হারিয়ে দিয়েছে অজিদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৭ রান সংগ্রহ করেছিলো অজিরা, ২৭৮ রানের লক্ষে খেলতে নেমে  শুরুতেই মিচেল স্টার্ক ও হেজেলউডের বোলিং তোপে পড়ে ইংলিশরা। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড, ঠিক তখনই অবিশ্বাস্য এক পার্টনারশিপ গড়লেন মরগান এবং বেন স্টোকস। ঠিক যেমনটাই করেছিলেন নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব। কাপ্তান মরগান এবং স্টোকস মিলে করলেন ১৬১ রানের জুটি। আর তাতেই বাংলাদেশের সেমিতে যাওয়ার পথ সুগম হল।

 

 

 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান করে ফেলেছিল ইংলিশরা। বৃষ্টি না হলে হয়তো ইংল্যান্ডের জিততে খুব বেশি সময় লাগত না। কারন ৫৮ বলে দরকার ছিল মাত্র ৩৮ রান। বৃষ্টি না থামায় আইসিসির বৃষ্টি আইন অনুযায়ী ইংলিশদের ৪০ রানে জয়ী ঘোষণা করা হলো। সেই সাথে বিদায়ঘণ্টা বেজে গেল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া’র। আর প্রথমবারের মত আইসিসির বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল টাইগাররা।

 

গ্রুপ ‘এ’ থেকে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানারআপ হয়ে সেমির টিকেট পেল। আর বাড়ির বিমান ধরতে হল টুর্নামেন্টের দুই ফেভারিট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে।

 

 

গ্রুপ ‘বি’ তে থাকা চার দলেরই আছে সেমিতে যাওয়ার সম্ভাবনা। চার দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে  জিতেছে। অর্থাৎ সবার পয়েন্ট সমান। এই গ্রুপের হিসাব নিকাশ খুব একটা জটিল নয়। যারা জিতবে তারা সেমিতে যাবে। আজ রোববার বিকালে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, আর আগামীকাল সোমবার পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই দুই ম্যাচের জয়ী দল খেলবে সেমিতে।

চার দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। আজ অনুষ্ঠিত হতে যাওয়া ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলার জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা অনুমিত।

 

বাংলাদেশ ‘এ’ গ্রুপের রানার আপ হওয়ায় সেমির প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের  চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। শক্তিশালী ব্যাটিং লাইনের পাশাপাশি তাদের রয়েছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং লাইন আপ। কপাল যদি খুব একটা খারাপ না হয় তাহলে এই ম্যাচে ভারতেরই জেতার কথা। সেক্ষেত্রে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আর দক্ষিণ আফ্রিকা জিতলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রোটিয়ারা।

 

সেমিতে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান বা শ্রীলঙ্কা কে পাবার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কেননা ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে রান রেটে তারা অনেক পিছিয়ে। তাহলে কি সেমিফাইনালে আরেকটি ভারত বধের কাব্য রচিত হবে বার্মিংহামে?

না। এখনি এতটা নিশ্চিত হবার সুযোগ নেই। কেননা ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা যদি বৃষ্টিতে ভেসে যায়, সেক্ষেত্রে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দলের গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা থাকবে। সুতরাং এখনি প্রতিপক্ষ কে হবে সেটা নিশ্চিত হবার সুযোগ নেই। তবে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবার সম্ভাবনা অনেক বেশি একথা বলাই যায়।

 

 

বাংলা ইনসাইডার/আরএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭