লিভিং ইনসাইড

আজকের টিপস: কীভাবে পরিষ্কার করবেন ভেলভেটের কাপড়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2017


Thumbnail

ভেলভেটের কাপড় পরিষ্কার করার কথা মনে পরলেই মনে পরে হাজারটা ঝামেলার কথা। তাই কীভাবে এই কাপড় সহজে পরিষ্কার করা যায়, তার জন্যই দেয়া হল এই টিপস।

সবার আগে ভেলভেটের কাপড়টি ভালোভাবে ঝেড়ে নিন। এখন একটি পাত্রে এক কাপ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মেশান। যখন মিশ্রণে ফেনা হতে শুরু করবে তখন বুঝবেন তা তৈরি হয়ে গিয়েছে।

একটি রুমাল মিশ্রণটিতে ডুবিয়ে ভালোভাবে চিপে পানি ঝরিয়ে নিন। ভেজা রুমালটি হালকা করে দাগের উপর চেপে ধরুন। কিছুক্ষণ পর একই রুমাল দিয়ে হালকা ঘষে দাগ তুলে ফেলুন। দেখুন দাগ হালকা হয়ে গিয়েছে। এভাবে কয়েকবার করলে ভেলভেটের কাপড় পরিষ্কার হয়ে যাবে।

মনে রাখবেন, ভেজা রুমাল জোরে চেপে ধরলে ভেলভেটের কাপড় পানি শুষে নিবে।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭