ইনসাইড বাংলাদেশ

আবরার হত্যার শুরু থেকে শেষ: সম্পূর্ণ ফুটেজ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2019


Thumbnail

বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার দুটি ভিডিও প্রকাশ পেয়েছিল। ভিডিও দুটি ছিল খন্ড। যেখান থেকে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পূর্ণ ভিডিওর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিচ্ছিলো শিক্ষার্থীরা। পাওয়া গেল সেই পূর্ণ ভিডিও।

দীর্ঘ সেই ভিডিও কিছুটা ফার্স্ট করে দেখা গেছে কিভাবে আবরারকে হত্যা করার পর নিয়ে যাওয়া হয়। সিড়িতে ফেলানো হয়। একাধিক ছাত্র তার লাশ টানা হেচড়া করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সেখানে উপস্থিত হয়েছিল। চিকিৎসক ডেকে আনা হয় রাতে।

এর আগের ভিডিও ফুটেজে দেখা যায়, আবরারকে মারধরের পর কক্ষ থেকে বের করা হয়।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, প্রথমে একজনকে বারান্দা দিয়ে কিছুটা দৌড়ে আসে। এরপর তিনি একই পথে ফিরে যান। কিছুক্ষণ পর আবরারকে তিনজন ধরাধরি করে নিয়ে আসেন। তাদের পেছনে একজনকে হেঁটে আসতে দেখা যায়, তার পেছনে আরেকজন হেঁটে আসেন। এর পরপরই আরও পাঁচজনকে ওই বারান্দা দিয়ে হেঁটে আসেন।

ভিডিওটি দেখুন:



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭