ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কায় লজ্জার পরাজয়ে সিরিজ শুরু মিঠুন-আফিফদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2019


Thumbnail

শ্রীলঙ্কায় ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজেও চরম ব্যর্থ মোহাম্মদ মিঠুনরা। বিজয়-আফিফ-শান্তদের কেউই পারেনি বাংলাদেশের হয়ে লড়তে। ফলাফল হিসেবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় হার দিয়ে শুরু বাংলাদেশ ‘এ’ দলের।   

কলম্বোয় বুধবার (০৯ অক্টোবর) প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৩৩.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। জবাবে ২৫.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বোলিংয়ের পর লঙ্কান অধিনায়ক আশান প্রিয়ঞ্জনের অনন্য ব্যাটিংয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৬২ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন দলনেতা। এছাড়া প্রিয়মল পেরেরা ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানা একটি করে উইকেট পান।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের দাপটে শুরু থেকে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩২ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। ২৪ রান করেন নাজমুল হোসেন শান্ত ও ২১ রান করেন দলনেতা মিঠুন।

স্বাগতিক বোলারদের মধ্যে প্রিয়ঞ্জন সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া চামিকা করুনাতত্নে ও রমেশ মেন্ডিস দুটি করে উইকেট পান।

১০ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ‘এ’ দলঃ ১১৬/১০ (৩৩.৩ ওভার) (সাইফ ৩২, শান্ত ২৪, মিঠুন ২১; প্রিয়ঞ্জন ৪/১০)

শ্রীলঙ্কা ‘এ’ দলঃ ১২০/৩ (২৫.৫ ওভার)

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭