ইনসাইড বাংলাদেশ

গ্রেপ্তারি পরোয়ানা; মার্কিন দূতাবাসের সহায়তা চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2019


Thumbnail

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ড. মুহাম্মদ ইউনূস মার্কিন দূতাবাসের সহায়তা চেয়েছেন। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

জানা গেছে, নিউইয়র্ক সময় সকাল ও বাংলাদেশ সময় সন্ধ্যায় তাকে এই গ্রেপ্তারি পরোয়ানার খবর জানান ইউনূস সেন্টারের একজন উর্ধতন কর্মকর্তা। এটি জানার পরই তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে যোগাযোগ করেন। রবার্ট মিলারকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ড. ইউনূসের গ্রেপ্তারির বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন এবং তার যেন কোন সম্মানহানি না হয় বিষয়টি দেখবেন বলে ড. ইউনূসকে আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (বুধবার) ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিন তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭