ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সে প্রথম দফা পার্লামেন্ট নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2017


Thumbnail

ফ্রান্সে পার্লামেন্ট সদস্যদের বেছে নেওয়ার নির্বাচন শুরু হল আজ রোববার। এক মাস আগেই ফরাসি জনগণ তাদের প্রেসিডেন্ট বেছে নিয়েছিল। ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭টি আসনে প্রতিনিধি বেছে নিতে আজকের এই নির্বাচন।

পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর দল লা রিপাবলিক এন মার্চ বিপুল সংখ্যক আসনে জিতবে বলে আশা করছেন। ফ্রান্সের দুটি বড় দল ডানপন্থী রিপাবলিকান ও সোশালিস্ট পার্টি জিততে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে এ দুই বড় দল দ্বিতীয় দফায় লড়াই করার জন্য উত্তীর্ণ হতে পারেনি। মতামত জরিপেও ম্যাখোঁর দল এগিয়ে আছে।

সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রায় ৫০ হাজার পুলিশকে রাস্তায় নামানো হয়েছে।

 

বাংলা ইনসাইডার/আরএইচবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭