এডিটর’স মাইন্ড

পর্যবেক্ষণ: আবরার হত্যাকাণ্ড; ছাত্রশিবিরের ব্লু প্রিন্ট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2019


Thumbnail

৬ অক্টোবর আবরার ফাহাদ নিহত হয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০১১ নাম্বার হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আবরার হত্যকাণ্ডের পর এখন পর্যন্ত ১৯জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে। মূলত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্যই এই আন্দোলন স্থগিত করা হয়েছে।

আজকের ‘পর্যবেক্ষণ’- এ এই হত্যাকাণ্ড নিয়ে কিছু ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের পর্যবেক্ষণগুলো আপনাদের জানাতে চাই। তবে একটি কথা আপনাদের প্রথমেই বলে নি,  আইনপ্রয়োগকারী সংস্থার তদন্তকে ব্যহত করে বা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন কোন বক্তব্য আমরা দিতে চাই না। এমন কোন বক্তব্য আমরা উপস্থাপনও করতে চাই না।

আমরা যেটা করতে চাই, কিছু তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যাতে এই ঘটনার তদন্তে আইনপ্রয়োগকারী সংস্থাও কিছুটা উপকৃত হয়। কিছু প্রশ্ন তাদের মধ্যেও উত্থাপিত হয়। যে প্রশ্নগুলোর সূত্র ধরে তারা প্রকৃত ঘটনার অনুসন্ধান করতে পারে।

বিস্তারিত দেখুন ভিডিওতে…



বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭