ওয়ার্ল্ড ইনসাইড

হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় শশিকলার কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় ভারতের তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভিকে শশিকলাকে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর তিনি আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন না।

আদালত তাকে যত শিগগির সম্ভব জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ এই রায় দেন।

কোর্টের নির্দেশ অনুযায়ী, দু’বছর বা তার বেশি জেলে থাকার পরে আরও ছ’বছর পর্যন্ত নির্বাচনে দাঁড়াতে পারবেন না শশিকলা। হতে পারবেন না মুখ্যমন্ত্রীও।

এদিকে রায় ঘোষণার পর পর শশিকলার বিরোধী পনীরসেলভম’র শিবির উল্লাসে ফেটে পড়ে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে তত্কালীন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯১ থেকে ১৯৯৬ মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ললিতার হিসাববহির্ভূত সম্পত্তির পরিমাণ ৬৬.৬৫ কোটি টাকা। ২০১৪-র ২৭ সেপ্টেম্বর হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা, তার পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয়া ইলাবরসিকে চার বছরের কারাদন্ড দিয়েছিল আদালত। পরে কর্নাটক হাইকোর্ট তাদের বেকসুর খালাস করে দেয়। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান মামলা দায়ের করা সুব্রহ্মণ্যম স্বামী। বেঙ্গালুরু কোর্টের রায় বজায় রাখল সুপ্রিম কোর্ট।
 

বাংলা ইনসাইডার/এসএফ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭