ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনেও জয়ের পথে ম্যাখোঁর দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2017


Thumbnail

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ইম্যানুয়েল ম্যাখোঁর রাজনৈতিক দল রিপাবলিক অন দ্য মুভ পার্টি। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটেও ব্যপক সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, প্রথম দফা ভোটগ্রহণ শেষে ম্যাখোঁর দল মোট ৫৭৭টি আসনের মধ্যে ৪০০টিরও বেশি আসনে জয়লাভ করতে যাচ্ছে। মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত তাঁর রাজনৈতিক দলের সদস্যদের রাজনীতি নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই।

আগামী রোববার দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে। ফ্রান্সের নির্বাচনের নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের প্রতিটি প্রার্থীকে প্রথম দফার ভোটে অন্তত ৫০ শতাংশ জনসমর্থন পেতে হয়। যদি কোনো প্রার্থী না পায় তবে দ্বিতীয় দফা ভোট হয়। এরপর বিজয়ীদের নিয়ে পার্লামেন্ট গঠিত হয়।

ফ্রান্সের নির্বাচনে এর আগে এমন চিত্র দেখা যায়নি। এতদিন প্রতিষ্ঠিত পুরোনো দলগুলো ভোট পেয়ে আসছিল। নির্বাচনে প্রচারণার সময় পরিবর্তনের ডাক দিয়েছিলেন ইমানুয়েল ম্যাখোঁ। সেই প্রতিশ্রুতি পূরণে এখন প্রয়োজন এমন সংখ্যাগরিষ্ঠতা।

বাংলা ইনসাইডার/আরএইচবি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭