ইনসাইড হেলথ

ডাক্তারখানা: ক্যানসারের খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2019


Thumbnail

বাংলা ইনসাইডারের ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক আয়োজন ‘ডাক্তার খানা’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার সকাল ১০ টায়। যেখানে খ্যাতিমান চিকিৎসকরা পরামর্শ দেবেন।

‘ডাক্তার খানা’র প্রথম পর্বে ক্যানসার নিয়ে কথা বললেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হসপিটাল।

ড. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, ‘ক্যানসারের উপসর্গ মুলত নিভর্র করে রোগীর ক্যানসার আক্রান্তের স্থান এবং ক্যানসার কোথায় ছড়িয়ে পরেছে তার উপরে। বিভিন্ন ক্যানসারের উপসর্গ ভিন্ন ভিন্ন রকমের।’

তিনি ক্যানসারের উল্লেখযোগ্য কিছু উপসর্গ বা লক্ষণ তুলে ধরেছেন:

মুখগহ্বর বা জিহ্বার ক্যানসার: মুখের ভেতরে ঘা, ঘা থেকে রক্তপাত।

স্বরনালীর ক্যান্সার: হঠাৎ গলার স্বর বসে যাওয়া, ঢোঁক গিলতে অসুবিধা।

খাদ্যনালীর ক্যান্সার: ঢোঁক গিলতে অসুবিধা,রক্ত বমি।

ফুসফুসের ক্যানসার: দীর্ঘমেয়াদী কাশি, কাশির সাথে রক্তপাত, শ্বাসকষ্ট, বুকের আক্রান্ত অংশেব্যথা।

স্তনক্যান্সার: আক্রান্তস্তনে বা বগলে কোন চাকাবা পিন্ড বা ঘা যা মাসিকের সাথে সম্পর্কিত নয়, ঘা থেকে রক্তপাত, স্তনবৃস্ত থেকে রক্তপাত

পাকস্থলীর ক্যানসার: পেট ভরা ভরা অনুভুতি, পেট ব্যথরক্তা, বমি কিংবা খাবারের পরে বমি, আলকাতরার মতো কালো পায়খানা, পেট ফুলে যাওয়া

মলদ্বারের ক্যানসার: হঠাৎ মলত্যাগের অভ্যাস পরিবর্তন, মলত্যাগে অসম্পূর্ণ অনুভুতি,মলের সঙ্গে রক্তপাত

বৃক্ক বা মুত্রথলির ক্যানসার: তলপেট কিংবা পিঠের পেছনে ব্যথা, প্রসাবের সাথে রক্তপাত

ক্যানসার কোথাও ছড়িয়ে পড়লে তার উপসর্গ:

হাড়: হাড়ে ব্যথা বা হাড় ভেঙ্গে যাওয়া

মস্তিস্ক: মাথা ব্যথা শরীরের কোন অংশ অবশ হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা

সাধারণ লক্ষণ:

দ্রুত অস্বাভাবিক ওজন হ্রাস

খাবারে প্রচন্ড অরুচি


অনুষ্ঠানটিতে ক্যানসারের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি দেখুন বাংলা ইনসাইডারের ইউটিউব চ্যানেলে:


বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭