টেক ইনসাইড

খুলে গেল পাবজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2019


Thumbnail

নিষিদ্ধের পর আবারও খুলে দেওয়া হয়েছে অনলাইন ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি)। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক ফেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে খুলে দেওয়ার বিষয়টি জানান।

এর আগে গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে, এমন আশঙ্কা থেকে বাংলাদেশে গেমটি নিষিদ্ধ করা হয়। এর ফলে দেশের ভিডিও গেমাররা পাবজি ইনস্টল করতে পারছিলেন না। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর গতকাল শুক্রবার রাত ১০টা ৮ মিনিটে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার পাবজি খুলে দেওয়ার কথা জানান। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মন্ত্রী বলেন, পাবজি ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭