ইনসাইড গ্রাউন্ড

টেস্টের গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2019


Thumbnail

মুশফিকের ব্যাটিং সক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন না উঠলেও তার উইকেট কিপিং নিয়ে শুনতে হয় বঞ্চনা। কারণ কিপিংয়ে তার করা ভুলটিই প্রতিপক্ষ দলের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তবে এবার টেস্ট ক্রিকেটে উইকেট কিপিং গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। 

চলতি জাতীয় লিগে রাজশাহীর হয়ে খেলছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেট মুশফিকের গ্লাভস তুলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের প্রধান কোচ আব্দুল করিম জুয়েল। তিনি বলেন, ‘মুশফিক যেহেতু টেস্ট ম্যাচে কিপিং করবে না। তাই ওকে এখানে ফিল্ডিং অনুশীলন করতে হবে। আর আমরা তাকে সেই সুযোগটা দিয়েছি। ফলে বাড়তি একজন উইকেটরক্ষক খেলাতে হয়েছে আমাদের।’

মুশফিক নিজে ঘোষণা না দিলেও রাজশাহীর কোচ আব্দুল করিম জুয়েলের কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। কারণ চলতি জাতীয় লিগে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডিভিশনের বিপক্ষে উইকেট রক্ষকের দায়িত্বে ছিলেন না মুশফিক। তাই হয়তো মুশফিক ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে টেস্ট ক্রিকেটে গ্লাভস জোড়া তুলে রাখতে চলেছেন।

নভেম্বরে ভারতের বিপক্ষে ‍দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে চলতি জাতীয় ক্রিকেট লিগে মুশফিক ফিল্ডিংয়ে মনোযোগী হয়েছেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট কিপিংয়ে দায়িত্বটা এখনো নিজের কাছেই রাখছেন মুশফিক।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭