ওয়ার্ল্ড ইনসাইড

রীতি ভাঙলো ব্রিটিশ পার্লামেন্ট, সংকট কাটবে কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2019


Thumbnail

৩৭ বছরের পুরনো রীতি ভাঙলো ব্রিটিশ পার্লামেন্ট। সপ্তাহের শনিবারের দিনটিতে গত ৩৭ বছরের মশ্যে এবারই প্রথম বসলো ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। সেখানে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির ওপর ভোট দিতে যাচ্ছেন আইন প্রণেতারা। রীতি ভাঙার এই অধিবেশন ব্রেক্সিট সংকট কাটাতে পারবে কিনা সে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 

বিরোধী লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ অংশের পাশাপাশি নর্দার্ন আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) আগেই জানিয়ে দিয়েছে যে তারা জনসন-ইইউ চুক্তির পক্ষে না। প্রধান বিরোধী দল লেবার পার্টির জেরেমি করবিনও জানিয়ে দিয়েছে থেরেসা মে`র ব্রেক্সিট খসড়ার থেকেও জঘন্য খসড়া তৈরি করেছেন জনসন। তবে বিবিসি মনে করছে, লেবার সাংসদদের অন্তত ৯ জন জনসনের প্রস্তাবে সমর্থন দিতে পারেন। নতুন সরকারের ব্রেক্সিট প্রক্রিয়ার বিরোধিতা করায় গত মাসে বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেয়া টোরি এমপিরাও এ চুক্তিকে স্বাগত জানাবেন বলে আশা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সবকিছু মিলিয়ে একটি হাড্ডাজাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। ১৯৮২ সালে আর্জেন্টিনার ফকল্যান্ড দখলের পর এবারই প্রথম সাপ্তাহিক ছুটির দিন রোববারের আগে হাউস অব কমন্স বসলো।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭