ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের সমালোচনায় সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2019


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার আলোচনায় উদ্ভট সব নিয়মের জন্য। প্রতিটি দলের একাদশ নির্বাচনের উপর বিপিএল কমিটির যে বাঁধাধরা নিয়ম, তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে দেশে এবং দেশের বাইরে। এসব নিয়ম নিয়ে খুশী নন জাতীয় টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও।

লেগ স্পিনার খরা মেটাতে বিপিএলের প্রতি দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে বিপিএল গভর্নিং কমিটি। এর ফলে মানসম্মত লেগি থাকুক বা না থাকুক- প্রতি ইনিংসে চার ওভার লেগ স্পিন করাতেই হবে প্রতি দলকে। বিপিএলের মতো আন্তর্জাতিক ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে এমন চাপিয়ে দেয়া নিয়মের পক্ষে নন সাকিব। সাকিবের মতে, বিপিএল কখনো খেলোয়াড় তৈরির জায়গা হতে পারেনা।

সাকিব বলেন, ‘লেগ স্পিনাররা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবে, অনেক ওভার বোলিং করবে, ধারাবাহিক হবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। টি২০ সংস্করণ বা বিপিএল হলো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। বিপিএলে খেলোয়াড় তৈরি করার জায়গা না। বিপিএলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকেন। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু অর্জন করবেন খেলোয়াড়রা।’  

যেখানে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে একজন লেগ স্পিনার খেলাতে পারছে না বিসিবি, সেখানে হুট করে সাতজন আন্তর্জাতিক মানের লেগ স্পিনার খেলানোর নিয়ম বিস্ময়কর মনে হচ্ছে সাকিবের কাছে। ‘এত বছর আমরা জাতীয় লিগে লেগ স্পিনার খেলাতে পারলাম না। হঠাৎ করে বিপিএলের সাতটা দলে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা করা হলো। এই সিদ্ধান্তগুলো একটু হলেও বিস্ময়কর।’

ক্রিকেটের উন্নয়নের বড় একটি জায়গা অবকাঠামোগত উন্নয়ন বলে মনে সাকিব। এছাড়া ক্রিকেটকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেয়া উচিৎ বলেও মনে করেন এই অলরাউন্ডার।  

‘শুধু ঢাকা বা চিটাগাং বাংলাদেশের ক্রিকেট না। খুলনা, সিলেট বা অন্যান্য ভেন্যুতে যেসব বিদেশি দলকে নেওয়ার সুযোগ আছে, সেই সিরিজগুলো ওই ভেন্যুতে হতে পারে। এতে ওই জায়গার অবকাঠামোর উন্নতি হবে। শুধু জাতীয় দলকে নিয়ে ফোকাস করা আমার মনে হয় সংগঠকদের মূল কাজ না। খুলনা, রাজশাহী, চিটাগাং, সিলেটে যে স্টেডিয়ামগুলো আছে, সেখানে একটা প্রপার জিম, রানিং ট্র্যাক এবং মানসম্পন্ন ইনডোর সুবিধা গড়ে তোলা।’

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের অবস্থাও সন্তোষজনক নয়। টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক বিগত ১০ বছর ধরে বলার পরেও নেয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। ফলে গরমের সময়ে সাকিব-তামিমদের ব্যাটিং অনুশীলন করাটা হয়ে পড়ে রীতিমত অসম্ভব।

‘মিরপুরে জাতীয় দলের ইনডোর সুবিধা ভালো নয়। গ্রীষ্মকালে ওখানে ১৫ মিনিটের বেশি ব্যাটিং করা যায় না, এত গরম। ১০ বছর ধরে বলার পরও মিরপুরের ইনডোরে এসি লাগেনি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭