ইনসাইড ট্রেড

সমালোচনা নয়, বাস্তবে তারই হওয়ার কথা যুবলীগের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2019


Thumbnail

বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে যুবলীগের দায়িত্ব নেয়ার ইচ্ছা প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা কম হয়নি। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া বিভিন্ন মন্তব্যেও নিজের কথা থেকে সরে আসেননি উপাচার্য মিজানুর রহমান।

তিনি জানিয়েছেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহসভাপতি হিসেবে তার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার কথা। যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বর্তমানে নিষ্ক্রিয় রয়েছেন। সমালোচনা নয় বাস্তবিকই তিনি প্রস্তাবটি দিয়েছেন বলে দাবি করেন।

এ প্রেক্ষিতে যুবলীগের দায়িত্ব চেয়েছেন মীজানুর রহমান।

এ বিষয়ে শনিবার জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে আমি যুবলীগের এক নম্বর প্রেসিডিয়াম সদস্য বা ১ নম্বর সহসভাপতি। উপাচার্য হওয়ার পর আমি আমার পদ থেকে পদত্যাগ করিনি বা আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। পদাধিকারবলে এখন আমি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া কথা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের অধ্যাপক মীজানুর রহমানের যুবলীগে সম্পৃক্ত আছেন অনেক দিন ধরে। ষাটোর্ধ্ব এ অধ্যাপক বর্তমানে সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য।

২০১৩ সালে জগন্নাথের উপাচার্য হওয়ার পরে আর সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নন বলে জানিয়েছেন তিনি।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭