ইনসাইড গ্রাউন্ড

মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ঢাকার লড়াকু সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

সিলেট বিভাগের বিপক্ষে ২০০ রানের লিড পেয়েছে মাহমুদউল্লাহদের রিয়াদের দল ঢাকা মেট্রো। ছয় উইকেটে ২২৫ রান নিয়ে খেলা শুরু করা ঢাকা মেট্রো আজ মাহমুদউল্লাহ শতকে চড়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। ফলে জয়ের জন্য ২০১ রান প্রয়োজন অলক কাপালির সিলেটের।    

৯৫ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আজ খেলতে নেমে চলতি জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। দলীয় ২৫০ রানের মাথায় আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্যাটসম্যান শহিদুল ইসলামকে (৪২) ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন সিলেটের পেসার আবু জায়েদ রাহি।

এরপর ২৬৫ রানে মাহমুদউল্লাহকে (১১১) বোল্ড করে ফেরান তিনি। মাহমুদউল্লাহ আউট হওয়ার পর আর বেশিদূর যেতে পারেনি ঢাকা মেট্রো। শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ২৭৩ রানে। ৪৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার আবু জায়েদ রাহি। আর ২টি করে উইকেট পান ইমরান আলি এবং এনামুল হক জুনিয়র।

এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগ থেকে ১৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ছয় উইকেটে ২২৫ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ-

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ২৪৬/১০ (৮৩.৪ ওভার) (মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪; রেজাউর ৪/৭৫)

সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৯/১০ (৮৪.৫ ওভার) (জাকের ৭১, জাকির ৭১*; আবু হায়দার ৫/৫৫)

ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ২৭৩/১০ (১১৯ ওভার) (মাহমুদউল্লাহ ১১১, শহিদুল ৪২; রাহি ৪/৪৯)

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭