ওয়ার্ল্ড ইনসাইড

পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

পাক-ভারত সীমান্তে পাল্টাপাল্টি হামলার চালানো হচ্ছে। নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে ৭ জন পাকিস্তানি নিহত হয়েছে। এর মধ্যে ছয় বেসামরিক এবং এক সেনা বলে জানা গেছে। অন্যদিকে পাকিস্তানের হামলায় অন্তত ৯ ভারতিয় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মিরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে। সংঘর্ষে এক পাক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী বলছে, পাক নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে পাক বাহিনীর ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭