ইনসাইড গ্রাউন্ড

অবশেষে ব্যাট হাসল সৌম্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে ইমরুল, রাজ্জাকদের খুলনা বিভাগ। রাজশাহীর দেয়া ১২৩ রানের লক্ষ্য সৌম্য সরকারের অর্ধশতকে খুব সহজেই টপকে গেছে তারা।

এ ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও ব্যর্থ হন দলের দুই টপঅর্ডার এনামুল হক বিজয় (৪) ও ইমরুল কায়েস (২২)। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন সৌম্য সরকার। মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ৬৬ রানের জুটি। মিঠুন ২৭ রান করে ফিরে গেলেও, নিজের সহজাত ব্যাটিংয়ে মাত্র ৫৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সৌম্য। তার ব্যাট থেকে আসে ৩টি করে চার ও ছয়ের মার।

সৌম্যর অপরাজিত ৫০ ও মেহেদি হাসান মিরাজের ৮ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে খুলনা বিভাগ। ভারত সফরের প্রস্তুতি শুরু হয়ে গেলে তৃতীয় রাউন্ডে ম্যাচে হয়তো খেলা হবে না স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬১ রান সংগ্রহ করে ফরহাদ হোসেনের রাজশাহী বিভাগ। সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিকি। খুলনার পক্ষে ৩৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়াও ২টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোরঃ-

রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১/১০ (৮৫.৩ ওভার) (জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৪৫, ফরহাদ রেজা ৪১; মিরাজ ৪/৩৮)

খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩০৯/১০ (১০৮.৩ ওভার) (সোহান ৯৭*, ইমরুল ৯৩, তুষার ৪৩; শফিউল ৩/৫৫)

রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১৭০/১০ (৬০ ওভার) (শান্ত ৫৭, মুশফিক ৪৪*; আল আমিন ৪/১৭, রাজ্জাক ৪/৬২)

খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১২৩/৩ (২২.১ ওভার) (সৌম্য ৫০*, মিঠুন ২৭; শফিউল ১/১৫)

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭