ইনসাইড গ্রাউন্ড

একমাত্র সাকিব-তামিমরাই হারাতে পারবে এই ভারতকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

এই ভারতকে কে থামাবে? ঘরের মাঠে কোহলিবাহিনীরা যে রীতিমত অজেয়। ভারতের মাটিতে টেস্টে জয় পাওয়াটা দিন দিন অসম্ভবের পর্যায়ে নিয়ে যাচ্ছে রবি শাস্ত্রীর শিষ্যরা। চলতি ভারত সফরে দক্কিণ আফ্রিকার নাকানিচুবানি খাওয়াটা সেই কথাগুলো প্রমাণ করছে আরো একবার। 

সাদা পোশাকের লড়াইয়ে নিজেদের দেশে সবশেষ ৩২ টেস্টের মধ্যে মাত্র একটিতে হেরেছে বিরাট কোহলির দল। একটানা জিতেছে ১১টি টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্কিণ আফ্রিকা- বাদ যাচ্ছে না কেউই।   

আর তাই ভারতের মাটিতে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে এমন একটা একাদশ তৈরি করেছে দুই সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। যে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এই ড্রিম টিমের ইনিংস সূচনার দায়িত্বই থাকবে তামিমের কাঁধে, যেখানে তার সঙ্গী থাকবেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। সাকিব সামাল দেবেন অলরাউন্ডারের জায়গাটি। এছাড়া কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথের মতো তারকারা স্বাভাবিকভাবেই রয়েছেন এ দলে। তবে এই একাদশের অধিনায়কের নাম ঘোষণা করেননি স্মিথ ও লক্ষ্মণ।

স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসানকে সঙ্গ দিতে রাখা হয়েছে বর্তমান সময়ের আরেক সেরা পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসকেও। এ দলের উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

বোলিং ডিপার্টমেন্টে দুই অলরাউন্ডার সাকিব ও স্টোকস ছাড়াও রাখা হয়েছে অস্ট্রেলিয়ার দুই বোলার- ডানহাতি পেসার প্যাট কামিনস ও অফস্পিনার নাথান লিয়নকে। এছাড়া ইংল্যান্ডের ডানহাতি পেসার জোফরা আর্চার থাকবেন পেস বোলিং ডিপার্টমেন্টে।

লক্ষণ-স্মিথের ‘স্বপ্নের দল’

ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), তামিম ইকবাল (বাংলাদেশ), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড) এবং নাথান লিয়ন (অস্ট্রেলিয়া)।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭