ইনসাইড বাংলাদেশ

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার খবরটি সত্য নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

ফজলে নূর তাপসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া নিয়ে কিছু কিছু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে শেখ ফজলে নূর তাপস।

বাংলা ইনসাইডারের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমিতো যুবলীগের প্রাথমিক সদস্যই নই। আমি কিভাবে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবো! তিনি বলেন যে, এরকম কোন প্রস্তাব প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে দেননি। এ ব্যাপারে আমি অবগত নই।’

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এমনটি দাবি করে অভিনন্দন জানাচ্ছেন তার কর্মী-সমর্থকরা। 

আজ রবিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংগঠনের সপ্তম কংগ্রেস উপলক্ষে সাক্ষাৎ করেন যুবলীগের শীর্ষ নেতারা।

বিকাল পাঁচটায় বৈঠক শুরু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

যদিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানানো শুরু করেন সরকার দলীয় কর্মী-সমর্থকরা।

তাপস হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।

সূত্রটি আরও জানায়, আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। 



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭