ইনসাইড বাংলাদেশ

ছেলের চিকিৎসায় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চান দিনমজুর বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

সাতক্ষীরায় ১৪ বছর বয়সী কিশোর তন্ময় দাস হরমোন জনিত সমস্যায় ভুগছে। যার কারণে এই অল্প বয়সেই তার ওজন বেড়ে দাঁড়িয়েছে ৭১ কেজিতে। তুহিনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগীতা চায় তুহিনের বাবা-মা।

তন্ময়ের বাড়ি সাতক্ষীরা সদরের সুদুরডাঙ্গি গ্রামে। জন্মের সময় তার মাথা একটু বেশি মোটা ছিল ও শরীর ছিল শীর্ণকায়। এ সময় চিকিৎসা করার পর স্বাভাবিক হয় সে। তবে সাত-আট বছর বয়স থেকে সে অতিমাত্রায় মুটিয়ে যেতে শুরু করে।

যার ধারাবাহিকতায় তন্ময়ের বর্তমান ওজন ৭১ কেজি। বয়সের তুলনায় অতিরিক্ত ওজনের কারণে তিনি দৌড়াতে পারে না, জোরে হাঁটতেও পারে না এবং সবসময় মাথায় যন্ত্রণা থাকে তার। হাতে-পায়ে ব্যথা।

তন্ময়ের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। দিনমজুর বাবা রামপ্রসাদ দাস ও মা কৃষ্ণা দাস গৃহিণী। সাম্প্রতিক সময়ে ছেলের চিকিৎসায় ভারতে নিয়ে গেলেও অর্থের চিকিৎসায় করানো সম্ভব হয়নি।

চিকিৎসকরা বলেছেন, তন্ময়ের দেহে হরমোনের সমস্যা রয়েছে। তার নিম্নাঙ্গেও নানা সমস্যা রয়েছে।

তন্ময়ের মা জানান, তন্ময়ের চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা ব্যয় হবে। কিন্তু চিকিৎসার এই ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা কামনা করেছেন।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭